• আন্তর্জাতিক

    ভারতীয় পতাকাবাহী জাহাজে হুতিদের ড্রোন হামলা

    ইসরাইল - গাজা যুদ্ধ

      আন্তর্জাতিক ডেস্কঃ ২৫ ডিসেম্বর ২০২৩ , ২:১২:৫৩ অনলাইন সংস্করণ

    গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, ছবি: এএফপি ফাইল ছবি

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের জাহাজে ড্রোন হামলা হওয়ার খবর পেয়েছে তারা। ওই এলাকায় থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছে ওই তেলের জাহাজ থেকে বিপৎসংকেত পাঠানো হয়েছিল।

     

    গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে। তাদের দাবি, ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

     


    সেন্টকম বলেছে, ড্রোন হামলার শিকার হওয়া ভারতীয় পতাকাবাহী তেলের জাহাজটির নাম এমভি সাইবাবা। এটি গ্যাবনের মালিকানাধীন।


    আরও খবর

    Sponsered content