• আন্তর্জাতিক

    ইসরাইলি জাহাজে ভারত মহাসাগরে ড্রোন হামলা

    ইসরাইল - গাজা যুদ্ধ

      আন্তর্জাতিক ডেস্কঃ ২৩ ডিসেম্বর ২০২৩ , ৯:১৫:৩১ অনলাইন সংস্করণ

    এবার ভারত মহাসাগরে এবটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য এখনও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এবং মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রের তথ্য অনুসারে, হামলার ফলে জাহাজটির ডেকে আগুন ধরে যায়।

     

    লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্যের ট্যাঙ্কারে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে অ্যামব্রে জানিয়েছে। ঘটনাটি ভারতের ভেরাভাল থেকে ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ঘটেছে, সংস্থাটি যোগ করেছে।

     

    ‘কিছু কাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে এবং কিছু পানি জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি ইসরাইল-অধিভুক্ত ছিল। জাহাজটি সউদী আরব থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল,’ অ্যামব্রে তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

     

    ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া জাহাজগুলিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার একটি সিরিজ শুরু করেছে, যার লক্ষ্য গাজা উপত্যকায় হামাসের সাথে অব্যাহত যুদ্ধের জন্য ইসরাইলকে চাপ দেয়া। সূত্র: আল-জাজিরা।

    আরও খবর

    Sponsered content