খন্দকার শহিদুল ইসলাম (জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি) ১০ ডিসেম্বর ২০২৩ , ৭:১৪:১৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, সাচনাবাজার আওয়ামীলীগ অফিসের দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম নবী হোসেন, সমরেন্দ্র আচার্য শম্ভুর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল খালেক তালুকদার, গীতা পাঠ করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিঠুন পাল।
শুভেচ্ছাবক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন,জামালগঞ্জ সদর আওয়ামীলীগ সভাপতি জনাব আব্দুল খালেক তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন। ফেনারবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা চৌধুরী, ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান শাহ,যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জনাবা লতিফা বেগম।মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাবা শাহানা আল আজাদ, বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সায়েম পাটান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু।আইন বিষয়ক সম্পাদক এ্যাড:আব্দুল খালেক,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব মোবারক আলী তালুকদার।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি বাবু দ্বিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, আব্দুল মুকিত চৌধুরী।যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জনাব এহসানুল করিম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত রায় চৌধুরী, সহ দপ্তর সম্পাদক জনাব মলি হোসেন,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য জনাব রইস উদ্দিন চৌধুরী, আরজ আলী, নিশেন্দু কুমার রায়,তোতা মিয়া, আব্দুল গনি,ডাক্তার আব্দুল বাতেন,মো:ফারুক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের বিপ্লবী সহসভাপতি জননেতা জনাব রেজাউল করিম শামীম বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ কে সমৃদ্ধশালী দেশ পরিচিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলছে দুর্বার গতিতে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে ভোটের প্রচারণা চালানোর কথা বলেন, সেই সাথে আগামী ১৭তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেন।