• সারাদেশ

    গাজীপুরে বাংলাদেশ ইয়ুথ ইউনিটি’র কার্যনিবার্হী কমিটি গঠন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৯ ডিসেম্বর ২০২৩ , ৪:১৩:১৬ অনলাইন সংস্করণ

    গাজীপুরে বাংলাদেশ ইয়ুথ ইউনিটি’র কার্যনিবার্হী কমিটি গঠন অনুষ্ঠানে মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. আহসান উল্যাহ বিপ্লব এর সঞ্চালনায় ৬৫ সদস্যের কার্যনিবার্হী কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। বাংলাদেশ ইয়ুথ ইউনিটি’র কার্যনিবার্হী কমিটি’র সভাপতি নিবার্চিত হন মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সহকারী অধ্যাপক মো. আহসান উল্যাহ বিপ্লব।

    নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটি’র সদস্যবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ—সভাপতি এড. রোজউল করিম রুবেল, যুগ্ম সম্পাদক— মাহাবুব আলম শাহিন, মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক— মো. বেলায়েত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক— মো. সবুজ আহমেদ, সহ—অর্থ সম্পাদক— মো. সাব্বির হোসেন, সহ—দফতর সম্পাদক— রাকিুবুল হাসান সুজন, সহ—নারী বিষয়ক সম্পাদক— তানজিলা আক্তার লিজা, ত্রান ও দুর্যোগ সম্পাদক— মেরাজুল ইসলাম ভুইয়া, সহ—ত্রান ও দুর্যোগ সম্পাদক— মাহফুজা আক্তার, সোহরাব হোসেন সেতু প্রমুখ।

    বাংলাদেশ ইয়ুথ ইউনিটি একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে, মানবতার সেবায় সংগঠনটি, রক্তদান, বৃক্ষ রোপণ, মাদক বিরোধী সমাবেশ, শীত বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content