• নির্বাচন

    গাজীপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দিলেন জাহিদ আহসান রাসেল

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১ ডিসেম্বর ২০২৩ , ১২:৪৮:৫৩ অনলাইন সংস্করণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

     

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।

     

    মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে সকালে টঙ্গী বাজার হাজি সৈয়দ শাহ্ মাজার ও টঙ্গী হায়দারাবাদ তার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ও দাদা মরহুম আব্দুল কাদির পাঠানের কবর জিয়ারত করেন এবং মা ও দাদীর কাছ থেকে দোয়া নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

    দোয়া শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার পক্ষে প্রস্তাব কারী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আজমত উল্লা খান, সমর্থন কারী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্লাহ মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন। গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে

    সভা ও দোয়া অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং গাজীপুর সদর থানা আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এরশাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

    এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মজিবুর রহমান মোড়ল, আব্দুল হাদি শামীম, আসাদুজ্জামান খান তরুন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রফিজ উদ্দিন, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আফজাল হোসেন খান, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ৫১নং ওয়ার্ড কািউন্সলর মোঃ আমজাদ হোসেন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাহ হোসেন, মহানগর যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মলি­ক বাবু, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

     

    সকাল থেকে গাজীপুর-২ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা লোকের লোকারণ্য হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

    আরও খবর

    Sponsered content