• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে মান্নান-মানিকের সাথে এবার ৩ নতুন মুখ

    সুনামগঞ্জ-১ রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মোহাম্মদ সাদিক

      স্টাফ রিপোর্টার ২৬ নভেম্বর ২০২৩ , ৫:৪৩:৫৭ অনলাইন সংস্করণ

    কয়েক ঘন্টা পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা অফিসিয়ালি প্রকাশ করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের এসব তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

    আওয়ামী লীগের বিশ্বস্ত মাধ্যম থেকে সুনামগঞ্জের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা এসেছে দৈনিক ভাটি বাংলার হাতে।

    এবার চমক হিসেবে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টিতেই নতুন মুখ নিয়ে আসা হয়েছে। পুরনোদের মধ্যে সুনামগঞ্জ ৫ আসন থেকে ৪ বারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ ৩ আসন থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে রাখা হয়েছে।


    সুনামগঞ্জে যারা নতুন মনোনয়ন পেয়েছেন তারা হলেন— সুনামগঞ্জ-১ রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ সাবেক পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।


    দিরাই-শাল্লার জনসাধারণের  ধারণা,  সুনামগঞ্জ-২ এ শাল্লা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আলামিন চৌধুরী) মনোনয়ন পাওয়ার মাধ্যমে সুরঞ্জিত সেন পরিবারের দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক সিংহাসনের অবসান ঘটেছে।

    জানা গেছে, সবদিক বিবেচনায় নিয়েই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী ও  পুরনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

    এত কিছুর পরও ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। চূড়ান্ত হওয়ার পরও প্রার্থী বদল করার অতীত নজির রয়েছে। সে কারণে মনোনয়নপ্রত্যাশী ও কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

    আরও খবর

    Sponsered content