• নির্বাচন

    গাজীপুর সিটির ৩৯নং ওয়ার্ডে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উঠান বৈঠক অনুষ্ঠিত

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৪ নভেম্বর ২০২৩ , ৩:৫০:২৭ অনলাইন সংস্করণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

     

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দারাবাদ তালতলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত উঠান বৈঠক আওয়ামী নেতা নুরল ইসলাম পাঠান এর সভাপতিত্বে ও মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, গাছা থানা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবুল কাশেম, সদস্য সচিব শাহিনুল ইসলাম মৃধা, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন শাওন প্রমুখ।

     

    এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার মারা যাওয়া পর আমাকে যে বয়সে আপনার সংসদ সদস্য বানিয়েছিলেন সেই বয়সে লোভ লালসা, অহংকার দাম্ভিকতা, ও অপরাধ কর্মকাণ্ডে জরানোটা স্বাভাবিক ছিল। আপনারা যখন আমাকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত করলেন তখন আমার সামনে টাকার অভাধ ছড়াছড়ি ছিল আমি নিজের লোভ লালসাকে সংযত করে, অহংকার অঙ্গ থেকে দূরে থেকে আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। অল্প বয়সে ক্ষমতা পেয়েও কখনো ক্ষমতার অপব্যবহার করিনি।

     

    আমি মনে প্রানে বিশ্বাস করি আমি কোন অপরাধ অন্যায় করলে তার ফল আমার পিতা পর্যন্ত পৌঁছাবে। আমি ভালো কাজ করলে তারও ফল আমার পিতার কাছে পৌঁছাবে। সেই বিশ্বাস থেকে আর আপনাদের ভালোবাসায় সকল কিছু থেকেই নিজেকে সংযত রেখেছি। আপনারা যে সম্মান, ভালোবাসা আমাকে এবং আমার পরিবারকে দিয়েছেন, তার প্রতিদান কখনোই পরিশোধ করা সম্ভব নয়।

    আমি সব সময় আপনাদের ভালোবাসার রাসেল হয়েই থাকতে চাই। আমি গাজীপুরের উন্নয়নে যা কিছু করেছি, কেবলমাত্র আপনাদের ভালোবাসায় করেছি। নির্বাচনের সময় অনেকেই খুব সুন্দর ও লোভনীয় আশ্বাস দিয়ে থাকেন। আপনারা কারও কথায় দ্বিধা-দ্বন্দে না পড়ে কেবল নৌকাতেই ভরসা রাখুন।

    0Shares

    আরও খবর

    Sponsered content