মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৩ , ৮:৩২:১৪ অনলাইন সংস্করণ
ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যায় দায়ের করা মামলায় বিএনপির চার নেতা—কর্মীকে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ—কমিশনার মোঃ ইব্রাহীম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন— শেরে বাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সদস্য মো. ইমরান (২৪), একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (৪২), মো. মনির হোসেন (২৮) বাদল দাস (৬০)।
পুলিশের কর্মকর্তা বলেন, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যায় জড়িত আসামিরা গাজীপুর মহানগর সদর থানা এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ।
এ সময় সদর থানার লক্ষীপুরা এলাকা থেকে আত্মগোপনকারী ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে ইমরানের দেওয়া তথ্য মতে, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি এবং আসামির মোবাইল ফোন বিশ্লেষণ করে ওই ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাসকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইমরান, পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।