• সারাদেশ

    গাজীপুরে নিহত শ্রমিক পরিবারের দায়িত্ব নিলো মাল্টিফ্যাবস্ কারখানা

    পুলিশ- শ্রমিক সংঘর্ষ

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৩ , ২:৫২:৫২ অনলাইন সংস্করণ

    গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত শ্রমিক জালাল উদ্দিনের স্ত্রীর চাকরি ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে কাশিমপুর নয়াপাড়ার মাল্টিফ্যাবস্ লিমিটেড কারখানা।

    মঙ্গলবার (২১ নভেম্বর) নিহত জালাল উদ্দিনের স্ত্রী নার্গিস পারভীন ও একমাত্র মেয়ে জান্নাতুল বাকিয়া মরিয়ম (৯) কারখানায় আসেন। কারখানার এমডি ডা. মেজবা ফারুকী তাদের হাতে চিকিৎসা বাবদ দেড় লাখ টাকার একটি চেক তুলে দেন।


    এ ছাড়াও তিনি শিশু সন্তানের লেখাপড়া ও বিয়ে পর্যন্ত সমস্ত দায়িত্ব নেন এবং নিহতের স্ত্রীর চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেন।


    নিহত জালালের মেয়ে জান্নাতুল বাকিয়া মরিয়ম জরুন এলাকার গাজীপুর সিটি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মরিয়ম জানায়, বাবা চাইতো আমি ডাক্তার হবো। সবসময় বলতো বাবা, আমি যেনো পড়াশোনা করে ডাক্তার হই। আমি ডাক্তার হতে চাই।

    নিহতের স্ত্রী নার্গিস পারভীন বলেন, আমার স্বামী মারা গেছে, আমি এখন অসহায়। আমি বিএ পাশ করে গৃহিণী ছিলাম। মাল্টিফ্যাবস্ কারখানা আমাকে চাকরি দিতে চেয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার সন্তানের দায়িত্ব নিয়েছে এই ঋণ পরিশোধ করতে পারবো না।

    মাল্টিফ্যাবস্ কারখানার এমডি ডা. মেজবা ফারুকী বলেন, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। পত্রিকায় নিহত জালালের মেয়ের ছবি দেখে ভেতরটা কেঁপে উঠেছে। আমি সারারাত ঘুমাতে পারিনি। পরে সিদ্ধান্ত নিয়েছি মেয়েটির পড়াশোনা সমস্ত খরচ বহন করবো। এছাড়াও তার বিয়ের দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব নিয়ে নিলাম।

    আমি তার স্ত্রীরও একটি চাকরির ব্যবস্থা করে দিবো৷ এ সময় উপস্থিত ছিলেন, ওই কারখানার এজিএম এইচআর এডমিন মো. আবু সেহাব, ম্যানেজার রিপুল মিয়া, সহকারী ব্যবস্থাপক আহমাদুল কবির মান্না, এক্সিকিউটিভ মো. ওমর হামদু, শ্রমিক প্রতিনিধি সায়লা আক্তার, আরিফা আক্তার, নাজমুল হুদা, মনির হোসেন ও সোহাগ হোসেন প্রমুখ।

    নিহত জালাল উদ্দিন (৪০) জরুন এলাকার ইসলাম গ্রুপের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশহাটি গ্রামের চান মিয়ার ছেলে। জালাল জরুন এলাকার ফজল মোল্লার ভাড়া বাসায় সপরিবার বসবাস করতেন।

    আরও খবর

    Sponsered content