সুবর্না হামিদ, অতিথি প্রতিবেদক: ২১ নভেম্বর ২০২৩ , ২:১০:৩৮ অনলাইন সংস্করণ
২০০৯ সালে মিশিগানের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট রাচেল ক্র্যান্ডাল এই দিনটি পালন শুরু করেন। প্রথম আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দিবস পালিত হয়েছিল ২০ ই নভেম্বর।
প্রতি বছর ২০ ই নভেম্বর দিনটি আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার ডে হিসেবে পালিত হয়। রূপান্তরিত লিঙ্গের মানুষজনের জন্যই নির্দিষ্টি করা হয়েছে দিনটি। বিশ্বব্যপী ট্রান্সজেন্ডার মানুষরা যাতে সমাজে তাদের ন্যায্য মর্যাদা পায় সে কারণেই পালিত হয় এই দিন।
এরপর থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যুব অ্যাডভোকেসি সংস্থা ট্রান্স স্টুডেন্ট এডুকেশনাল রিসোর্সের দ্বারা পরিচালিত হতে শুরু করে।
২০১৪ সালে ম্যানিলায় জন্মগ্রহণকারী সুপা মডেল গিনা রোসেরো ২০ ই ডিসেম্বর নিউ ইয়র্কে একটি কনফারেন্স করেন। উদ্দেশ্য ছিল সমাজের বৈষম্য দূর করা। সে বছর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দিবস পালিত হয়। ২০১৫ সালে ট্রান্সজেন্ডার দিবস প্রসঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়। তেমনই জো বার্জেন আনুষ্ঠানিক ভাবে ২০২১ সালে ২০ ই নভেম্বর একটি বিশেষ ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আমি সমস্ত আমেরিকানদেরকে সমস্ত ট্রান্সজেন্ডার মানুষের জন্য পূর্ণ সমতার লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।’ তিনি ছিলেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি দিনটিকে স্বীকৃতি দেন। সে যাই হোক বর্তমানে বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দিবস।
ট্রান্সজেন্ডারা যাতে ন্যায্য অধিকার পান তাই পালিত হয় দিনটি। এরই ধারাবাহিকতায় আজ ২০ নভেম্বর ২০২৩ হিজড়া যুব কল্যান সংস্থার এস সি জি প্রজেক্ট এর আয়োজনে ট্রান্সজেন্ডার দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালিটি কদমতলী কুইন্স টাওয়ারের নিচ থেকে শুরু হয়ে হুমায়ুন রশিদ চত্বর থেকে কদমতলী পয়েন্ট ঘুরে আবার কুইন্স টাওয়ারে এসে শেষ হয়।
পরবর্তিতে হিজড়া যুব কল্যান সংস্থার হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সুবর্না হামিদ,হিজড়া যুব কল্যান সংস্থার সহ সংগঠনের সভাপতি সুক্তা হিজড়া, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ আকাশ , প্রচার সম্পাদক লিপি হিজড়া, মোঃ মিলন হোসেন ফিল্ড ফ্যাসিলিটেটর এস সি জি প্রকল্প, শাহ মোঃ মহিব্বুল্লাহ প্রকল্প সমন্বয়কারী এস সি জি প্রকল্প, পায়েল হিজড়া, সৈয়দা কারিশমা তানহা হিজড়া, চাদনি হিজড়া, দিপালি হিজড়া, আদুরী হিজড়া, সুচনা হিজড়া, বৈশাখী হিজড়া, নাজমা হিজড়া, শুভা হিজড়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালি শেষে সকল অতিথীগন তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন এবং এই দিবস এর প্রতিপাদ্য নিয়ে ও আলোচনা করেন। সভার শেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করা হয়।