• শোক সংবাদ

    সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন,পরিবারে শোকের মাতম

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ২:৫০:১৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের ছাতকের বড়কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী ও এমসি কলেজের মেধাবী ছাত্র হাসান আহমদ সুমনের দাফন সম্পন্ন হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগঁাও ইউনিয়নের সলফ গ্রামে তাহার নিজ বাড়ীর দক্ষিণের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবুল হাসনাত বুলবুল, সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজির হোসেন লাহিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী ও মহানগর ছাত্রলীগের ২ শতাধিক নেতাকর্মী সহ বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। ২ ভাই ও ৫ বোনের মধ্যে সুমন ছিল ৬ষ্ট। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। নিহত ছাত্রলীগ কর্মীর পরিবার সূত্রে জানা যায়, সুমন দুর্ঘটনার দিন সকালে সিলেট থেকে নিজ গ্রামে মোটর সাইকেল যোগে বাড়ি আসেন। ঐদিন বিকেলে আবার সিলেটে ফেরার পথে ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টে যাওয়া মাত্রই মোটর সাইকেল নিয়ে সাইড করা অবস্থায় ঘাতক ভ্যান গাড়ি থাকে চাপা দেয়। সুমনকে চাপা দেওয়ার কিছুক্ষন আগে বড়কাপন এলাকার বাচ্চু মিয়ার ছেলে ছোট্র শিশু সাগরকে ভ্যান গাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার পা ভেঙ্গে যায় তখন চালক বেপরোয়া হয়ে একটু সামনে গিয়েই সুমনকে চাপা দিয়ে সামনে এগিয়ে প্রায় ২০ ফুট পরই আরও এক নারী পথচারিকে চাপা দিলে পরপরই দুজনেই ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা ভ্যান গাড়িটি আটক করেন।
    এব্যাপারে  নিহত সুমনের বাবা এখলাসুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে বাড়ি থেকে সিলেটের পথে যাচ্ছিল। বড়কাপন পয়েন্টে যেতেই ভ্যান গাড়ির চালক বেপরোয়াভাবে আমার ছেলেকে ধাক্কা দিয়ে আমাদের স্বপ্নকে ধুলিস্বাদ করে দিয়েছে। কেড়ে নিয়েছে আমার ছেলের প্রাণ। আমি প্রধানমন্ত্রী সহ দেশবাসী ও প্রশাসনের কাছে এই ঘাতক চালকের উপযুক্ত বিচার দাবী করেন তিনি।

    আরও খবর

    Sponsered content