• জাতীয়

    এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধন

      নিজস্ব প্রতিবেদক: ১১ নভেম্বর ২০২৩ , ৭:৪১:২৬ অনলাইন সংস্করণ

    কক্সবাজারে নির্মিত দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন এবং কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ৪৮তম জেলায় আজ রেল যুক্ত হল। এতে দীর্ঘদিনের কক্সবাজারবাসীর স্বপ্ন পুরণ হল।তিনি বলেন, এখন জনগণ রেলে করে কক্সসবাজার থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে। কক্সবাজারের পর্যটনে এই রেল যোগাযোগের প্রভাব পড়বে। কক্সবাজার অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

    তিনি এসময় বিরোধী দলের অগ্নী সন্ত্রাস থেকে সজাগ থাকার কতাও বলেন।

     

    আজ দুপুর ১টায় কক্সবাজার দোহাজরী রেল ষ্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি নিজে টিকেট কেটে রেলে উঠেন এবং রামু পর্যন্ত ১২ কিলোমিটার পথ ভ্রমণ করেন।

     

    শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছে। বিরোধী দলকে উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের এত উন্নয়ন যাদের চোখে পড়েনা তাদের ডাক্তার দেখানোর পরামর্শ দেন তিনি।

    আজ দুপুর ১টায় কক্সবাজার দোহাজরী রেল ষ্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার (১১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্ধরে পৌঁছান তিনি। এরপর নবনির্মিত ১০০ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধনের উদ্দেশে কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

    কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

    আরও খবর

    Sponsered content