• সারাদেশ

    গাজীপুরে জাতীয় যুব দিবস পালিত

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৩ , ৭:০৫:৫১ অনলাইন সংস্করণ

    ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় যুব দিবস—২০২৩ পালন করা হয়েছে। যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও সনদপত্র বিতরণ করা হয়।

    শনিবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর পিটিআই সংলগ্ন শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুরুল ইসলামের সঞ্চালনায়

     

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট যুব সমৃদ্ধির দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে এবার আমরা যুব দিবস পালন করছি।

     

    মাননীয় প্রধানমন্ত্রী যুবকদের উদ্দেশ্য করে বলেছিলেন আমি আমার বস হবো, আমি কাজ দেবো। আমার মধ্যে যে শক্তিটা আছে সে শক্তি কাজে লাগাবো। কেন আমি চাকরি পিছনে ছোটবো, আমি এমন কিছু করবো যে যা করলে আমিই আট দশজনকে কাজ দিতে পারবো। আমি সে প্রক্রিয়া কাজে লাগানো। সে চিন্তা মাথায় রেখেই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ পরে যায় এবং আমাদের যুবরা কিভাবে আর্তকর্মসংস্থানের পথ বেছে নিতে পারে, যুবরা কিভাবে উদ্যোক্তা হবে, কিভাবে নিজের পায়ে দাড়াবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম গুলো গ্রহণ করি। এপর্যন্ত আমরা প্রায় ৬৯ লক্ষ্য যুবকদের ট্রেনিং দিয়েছি এবং সেখান থেকে এখন লক্ষ লক্ষ যুবক কর্মসংস্থান খুঁজে পেয়েছে।

    যুব ভাইবোনদের জন্য আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি। ১৮টি জেলায় ফ্রি-ল্যান্সিং প্রকল্পের কার্যক্রম চলছে। আরো ৪৮টি জেলায় এ প্রকল্পের কাজ করা হবে। যার মাধ্যমে বিদেশে না গিয়ে ঘরে বসেই রেমিটেন্স/ডলার আয় করা সম্ভব। ৪৮টি জেলার জন্য ৩শ’ কোটি টাকার প্রকল্প তৈরি করেছি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আহমার উজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আব্দুল হাদী শামীম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

    আরও খবর

    Sponsered content