• সারাদেশ

    গাজীপুরে রোটারী অফ ভাওয়াল হ্যারিটেজের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২৩ , ৬:০৩:৫২ অনলাইন সংস্করণ

    গাজীপুর মহানগরীর জোরপুকুর এলাকায় ফুলিস্টপ রেস্টুরেন্টে শুক্রবার (১০ নভেম্বর) সকালে নতুন রোটারী ক্লাব এর যাত্রা শুরু হয়।

    বাংলাদেশে রোটারী জেলা ৩২৮১ নতুন ক্লাব হিসাবে যাত্রা শুরু রোটারী ক্লাব অব ভাওয়াল হ্যারিটেজ।

     

    এ উপলক্ষে ১ম সভার সুত্রপাত ঘটান ক্লাব এডভাইজার ডিজিই রোটারিয়ান ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক। সভা কলটু অর্ডার করেন ক্লার এর চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির হোসেন সরকার।

    সভায় ক্লাব এর রিভি অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশীত হয়। সভায় একজন পঙ্গু বাচ্চাকে হুইল চেয়ার পদান করা হয়।

    সভার শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিজিই রোটারিয়ান ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক, দিন মেহাম্মদ বিভিন্ন ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ, আলি আজগর রতন, পিপি সুব্রত সাহা, সেক্রেটার মো: গোলাম মোস্তফাসহ ক্লাবের নতুন সদস্যবৃদ।

    রোটারী আদর্শে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বন্ধুপূর্ন একটি ক্লাব পরিচালনার প্রত্যয় ব্যাক্ত করা হয়।

    আরও খবর

    Sponsered content