• সংবাদ সম্মেলন

    ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ১২:৫৭:৩৪ অনলাইন সংস্করণ


    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের
    সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু
    তাহের মো: আব্দুল্লাহ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
    সম্মেলনে জানানো হয় শুক্রবার জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে বিকেলে জাতির জনকের
    কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সারা দেশে এক যোগে মুজিববর্ষের ক্ষণ গণনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
    প্রধানমন্ত্রীর উদ্বোধনের ভিডিও চিত্র জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গণে বড় পর্দায় প্রদর্শন করা হবে।

    আরও খবর

    Sponsered content