• সুনামগঞ্জ

    শাল্লা উপজেলা প্রেসক্লাবের ৬ষ্ঠ তম মাসিক সভা অনুষ্ঠিত

      তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধিঃ ৮ নভেম্বর ২০২৩ , ৮:০৩:৪১ অনলাইন সংস্করণ

    শাল্লা উপজেলা প্রেসক্লাবের ষষ্ঠ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭নভেম্বর দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাজী বদরুজ্জামান, কোষাধ্যক্ষ পংকজ দাশ, প্রচার সম্পাদক প্রীতম দাশ, দপ্তর সম্পাদক চিন্ময় দাশ ও সদস্য নিশিকান্ত সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক।

    এটি একটি মহান পেশা। এই পেশার নীতিমালা অনুসরণ করে আমাদের কাজ করা প্রয়োজন। উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচার হয় এমন সংবাদ থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেননা গণমাধ্যম একটি রাষ্ট্রের প্রকৃত বন্ধু। সাংবাদিকদের মাধ্যেমেই সাধারণ মানুষ দেশের উন্নয়নসহ নানা ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। কাজেই ভুল তথ্য প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করা সাংবাদিকদের কাজ নয়। সাংবাদিকদের কাজ হলো দেশ ও জাতির কল্যাণ হয় এমন সংবাদ প্রচার করা। সুতরাং প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা রাণী দাশ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তাহের অনলাইনে সংযুক্ত হয়।

    আরও খবর

    Sponsered content