• সুনামগঞ্জ

    প্রধান বিচারপতির বাসভবনে যারা হামলা চালায় তাদেরকে মানুষ ঘৃণা করে – চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ

      তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি: ৩ নভেম্বর ২০২৩ , ৪:১৫:৪২ অনলাইন সংস্করণ

    হরতাল বিরোধী শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আলআমিন চৌধুরী) বলেন, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সারা বিশ্বে রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে তখন স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি এই দেশকে ধ্বংস করার জন্য আজ দেশি-বিদেশি নানান ষড়যন্ত্রে লিপ্ত। ১৯৭১সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আন্দোলন করে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

    গণতন্ত্রকে নস্যাৎ করতে ওরা ২০১৪ সালের মতো আবারও গত ২৮শে অক্টোবর রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করে পুলিশ হত্যাসহ জাতির বিবেক সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা চালায়।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে শাল্লা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে হরতাল বিরোধী শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাতীয় সম্পদের ভাংচুর, অগ্নিসংযোগ,এক নৈরাজ্যের সৃষ্টি করে, যারা বোমাবাজি করে তাদেরকে এই দেশের মানুষ মন থেকে ঘৃণা করে।

    আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    শাল্লা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস প্রমুখ। শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলকার জনসাধারণ।

    আরও খবর

    Sponsered content