• খেলাধুলা

    জগন্নাথপুরে ৭ম খাশিলা ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২০ ইং টুর্নামেন্ট এর উদ্বোধন

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ১২:৪৪:১০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের ​খাশিলা গ্রামবাসীর আয়োজনে “ খাশিলা প্রিমিয়ার লীগ ক্রিকেট-২০২০-ইং টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামবাসীর আয়োজনে ও “খাশিলা টাইগার্স ক্রিকেট ক্লাব” এর সার্বিক তত্বাবধানে ” ৭ম খাশিলা ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২০ইং” টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
    ৮ ই জানুয়ারী রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার দিকে উপজেলার খাশিলা গ্রাম সংলগ্ন অর্জুন মার্কেট এর পাশের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুরের কৃতি সন্তান সজ্জন রাজনীতিবিদ হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য তৃতীয় বারের মতো যুক্তরাষ্ট্রস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু।
    পরে বিশিষ্ট ক্রীড়াবিদ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ধন মিয়া লস্কর এর সভাপতিত্বে ও মোঃ জুবায়ের আহমেদ এর পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের উদ্বোধক মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আলাল হোসেন রানা, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার অর্জুন দাশ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার তারা মিয়া ও শাহরিয়ার আহমদ সাজাদ প্রমূখ।
    অন‌্যান‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন, রুহুল মিয়া চৌধুরী, কামরান, ওয়াহিদির,রাজিব ছামি,ইসতাক,জালাল,নাহিদ, মেহরান,হামজা,সোয়েব, আফজাল, শামীম ও আশরাফুল সহ ক্রিকেট প্রেমী খেলোয়াড় ও দর্শক বৃন্দ।
    উদ্বোধনী খেলায় মোহাম্মদ পুর ক্রিকেট ক্লাব পাওয়ার হিটার ক্রিকেট ক্লাবকে হারিয়ে ২১ রানে বিজয়ী হয়েছে।
    আয়োজকরা জানিয়েছেন টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেছে।

    আরও খবর

    Sponsered content