প্রতিনিধি ১২ নভেম্বর ২০১৯ , ২:৩৮:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃঃ
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এবং মাদক এর বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি উঠেছে।
১২ ই নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মামুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, ওসি (তদন্ত) নব গোপাল দাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাংবাদিক বাবু শংকর রায়, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সভাপতি মোঃ আফছর উদ্দিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, পানি উন্নয়ন বোর্ডের এসও হাসান গাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের উৎপাত বেড়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের তৎপরতাও কমেনি। বিদায় মাদক বিরোধী অভিযান জোরদার করার আহবান জানান।
এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৯ নভেম্বর ইমাম ও সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে মাদক বিরুদ্ধে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হবে। এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগ পাওয়া গেছে, ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়ির চালকদের নিকট থেকে সমিতির নামে একশ্রেণীর লোকজন প্রতি ইজিবাইক থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করছে। এটি বন্ধের জন্য ইউএনও স্থানীয় পুলিশ প্রশাসনকে আহবান জানান।