• সুনামগঞ্জ

    দোয়ারাবাজারে সিরাত সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪০:৩৬ অনলাইন সংস্করণ

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
    বৃহস্পতিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীট আল মদিনা একাডেমি কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সা:) সম্মেলনে দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।

    অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা মোহম্মদ আলী, জুয়েল মাহমুদ, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক হাফিজ বেলাল হোসাইন, অভিভাবক ঈসমাইল আল সানী, একাডেমির সহকারী প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন, আব্দুল আলীম, দ্বিন ইসলাম,সাংবাদিক সোহেল, ডাঃ আবুল কালাম আজাদ,মকবুল হোসেন,মাওলানা সাইফুর রহমান, জবরুল আলম, আমিনুল ইসলাম, হাফিজ খলিলুর রহমান,ফরহাদ হোসেন, আবু সোলেমান, রহমত আলী, ওমর ফারুক, আব্দুল মনাফ, শফিকুল ইসলাম প্রমুখ।

    সম্মেলন চলাকালীন শিক্ষক ইয়াকুব আল হাসানের নির্দেশনায় একাডেমির শিক্ষার্থীরা একক ও যৌথভাব নাতে রাসুল স. পরিবেশন করে। দর্শক শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে অভিভূত হন। সম্মেলনে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content