প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৫:০৯ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গাজীপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কার্যক্রম উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর বাসন তৈজউদ্দিন বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে।
গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবুসহ মহানগর যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।