• রাজনীতি

    কথা মালার রাজনীতি দিরাই-শাল্লায় উন্নয়ন দেয়নি- মোঃ মিজানুর রহমান

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৮:০৪ অনলাইন সংস্করণ

    তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি: জনাব মিজানুর রহমান বলেন,আমি দলীয় কোন্দল রাজনীতিতে বিশ্বাসী নই। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির মতাদর্শী। আমি সারাজীবন সত্য, ন্যায়ের জন্য, ছাত্রজীবন চাকুরী জীবন কাটিয়ে আজ দিরাই-শাল্লা উন্নয়ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি।আমি স্পষ্ট বলতে পছন্দ করি একজন যোগ্য,সৎ,দক্ষ মানুষকে আপনারা নির্বাচিত করবেন।তিনি আরো বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৮– ১৯৮০ ঐতিহ্যবাহী জহিরুল হক হলের ছাত্রলীগ কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনোনীত এবং ১৯৮১— ১৯৮৩ ইংরেজি সময়ে একই হলের ছাত্রলীগের কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করি। চাকুরী জীবনে,

    জয়পুরহাট ও কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করি।
    তিনি সচিব পদে পদোন্নতি পেয়ে অফসর গ্রহন করে।বর্তমানে দিরাই-শাল্লার উন্নয়ন এর জন্য রাজনীতির সাথে আবরো সংপৃক্ত হই।
    আমি জেলা প্রশাসক থাকাকালীন নিজগ্রাম জগদলে ২০ শয়্যা বিশিষ্ট একটি হসপিটাল প্রতিষ্ঠা করি,গ্রামে কলেজ ভবন নির্মাণ, জগদল হাইস্কুলে দুটি’ ভবন তৈরী দুইটি প্রাথমিক বিদ্যালয় ভবন, তহসিল অফিস প্রতিষ্ঠা, করিমপুরে ১ কিলোমিটার পাকা সড়ক নির্মান,জগদল গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় ৫ কিলোমিটার পাকা রাস্তা নির্মান,রাজানগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ,দুটি গ্রাম বিদ্যুতায়ন, আকিল শাহ বাজারকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষাবাঁধ নির্মান এবং দিরাই থেকে মদনপুর রাস্তা চওড়া করনের কাজ করি।
    এসব কাজে সরকারের প্রায় ৫০ কোটি টাকা ব্যায় হয়েছে।
    সারা বাংলাদেশ উন্নয়ন রুল মডেল হলেও দিরাই- শাল্লা সবার চেয়ে পিছিয়ে।মানুষের জীবন মান উন্নয়ন এর জন্য দিরাই শাল্লার প্রয়োজন পরিকল্পিত সড়ক ও সেতু নির্বচ্ছিন বিদ্যুৎ মানসম্পন্ন শিক্ষা,সুষ্ঠু চিকিৎসা ব্যবস্হা হাওর রক্ষার জন্য স্হায়ী ব্যাবস্হা গ্রহন এবং বেকারত্ব হ্রাস করা।এসব যিনি উন্নয়ন কাজে অভিজ্ঞ এবং আন্তরিক কেবল তার পক্ষেই করা সম্ভব। কথা মালার রাজনীতি দিরাই -শাল্লায় উন্নয়ন দেয়নি যা অতীত প্রমান করেছে।
    আমি বিশ্বাস করি সততা,মেধা, দক্ষতা ও ও অভিজ্ঞতা দিয়ে দিরাই-শাল্লার কাঙ্ক্ষিত সকল উন্নয়ন বাস্তবায়নে সফল হবেন বলেই দিরাই-শাল্লাবাসী আন্তরিকভাবে বিশ্বাস করে।
    উন্নয়নের কাজে যিনি অভিজ্ঞ এবং আন্তরিক কেবল তার পক্ষেই করা সম্ভব।

    তিনি বলেন,দিরাই -শাল্লাবাসী আন্তরিকভাবে বিশ্বাস করে এবং আমিও বিশ্বাস করি এ কারণে মাননীয় জননেত্রী শেখহাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকেই মনোনয়ন দিবেন।

    আরও খবর

    Sponsered content