প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৩৫:০০ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া ব্যুরো প্রধান , যুক্তরাজ্য :-
গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার ইউরোপের মধ্যে সবচেয়ে বড় স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষ হিসেবে পরিচিত বার্মিংহাম সিটি কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া ঘোষণার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। তাদের অনেকে বুঝতে পারছেন না আগামীতে কি ঘটবে।গোটা একটা কাউন্সিল দেউলিয়া হয়েছে।সেটির প্রভাব পড়বে নাগরিক জীবনধারায়। কর্তৃপক্ষ বলছেন, কাউন্সিলের শুধুমাত্র অতি জরুরী পরিসেবাগুলো চালু থাকবে।বাদবাকি সেবা আপাতত মিলবে না।
বাংলাদেশীদের প্রথম মহিলা কাউন্সিলার মমতাজ হোসাইন বলেন কাউন্সিল দেওলিয়া ঘোষনায় কমিউনিটির জনগন বিভিন্ন সেবা থেকে বণ্চিত হবে , তবে আমরা যারা কাউন্সিলে আছি কমিউনিটিকে সর্বাত্ত্বক সহযোগীতা করে যাবো ।
এবারের বাজেটে কাউন্সিলের বাজেট ঘাটতি রয়েছে ৮৭ মিলিয়ন পাউন্ড এবং বকেয়া বেতন ভাতা রয়েছে আরও ৭৫০ মিলিয়ন পাউন্ড ।সহসা এই ঘাটতি কাটিয়ে উঠা অনেক কঠিন হবে বলে কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন ।
একদিকে দ্রব্য মূল্যের উর্ধগতি অন্য দিকে কাউন্সিল থেকে নানাবিধ সেবা কর্তন করায় কমিউনিটির জনগণ রয়েছেন গভীর উদ্বেগ ও উৎকন্ঠায় ।