প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২৫:২১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি তৌফিকুর রহমান।৷ আজ শাল্লা উপজেলা চাকুয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ইং কৃতি ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৪ঘটিকার সময় প্রভাকর মিলন বাজার বীর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে ২০২২ সালের কৃতি ছাত্র ছাত্রীদরকে সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা অবনী মোহন দাসের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত, উৎসবমুখর হয়ে উঠে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি (সাবেক উপজেলা চেয়ারম্যান, সহ-সভাপতি) সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ) এডভোকেট অবনী মোহন দাস ছিলেন।বিশেষ অতিথি বাবু প্রানকান্ত দাস অধ্যক্ষ, তাজপুর ডিগ্রী কলেজ, সিলেট।উপস্হিত ছিলেন আরিফ মোহাম্মদ দুলাল,( প্রধান শিক্ষক শাহিদ মডেল উচ্চ বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ।গঙ্গেশ চৌধুরী প্রধান শিক্ষক বলরামপুর উচ্চ বিদ্যালয়, উৎপল চন্দ্র দাস প্রঃ শিঃ চাকুয়া উচ্চ বিদ্যালয় প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।পরে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব সাথে পাস করা ছাত্র – ছাত্রীকে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।অবশেষে সভপতি, প্রধান অতিথির পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানেটি সমাপ্তি ঘোষণা করেন।