• রাজনীতি

    শান্তিগঞ্জে ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫৬:১৬ অনলাইন সংস্করণ

    বায়েজীদ অপি (শান্তিগঞ্জ প্রতিনিধি) সুনামগঞ্জ-সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ির আরফান আলী বৈঠক খানায় অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।

    কর্মীসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাসনাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান রফিক খান, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, উপজেলা তাতীলীগের সভাপতি মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জ্যোতি ভুষন তালুকদার জন্টু, সেলিম রেজা ।

    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারী, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দূর রহমান,উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মনসুর আলম সুজন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুবলীগ নেতা আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ,

    এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ অংগ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content