প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ১০:৫৮:০৮ অনলাইন সংস্করণ
তৌফিকুর রহমান, শাল্লা প্রতিনিধি।। সুনামগঞ্জের শাল্লা উপজেলা সহ দেশের ১৭ টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। ২৩ আগষ্ট (বুধবার) বেলা ১১ টায় শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। ইতিমধ্যে অনেক অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস করে দিয়েছেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন করে দিয়েছেন। “বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই আজ দেশের অগ্রগতি। সারাবিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। তাই আগামী দ্বাদশ নির্বাচনে আমাদের এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবু তালেবর সভাপতিত্বে, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শাল্লা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস ছাত্তার মিয়া, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।