• সারাদেশ

    প্রধানমন্ত্রীর উপহার, ঘর পেলেন শান্তিগঞ্জে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১২:৩৩:২৬ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি: (শান্তিগঞ্জ প্রতিনিধি) সুনামগঞ্জ: সুনাওমগঞ্জের শান্তিগঞ্জে আশ্রয়ন প্রকল্প-২য় ধাপের ৪র্থ পর্যায় এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার( ৯ আগস্ট) সকালে দেশব্যাপি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

    শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার( ৯ আগস্ট) সকাল ৯ ঘটিকায় উপজেলা হলরুম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো: হাসনাত হোসেন, উপজেলা মৎস্য অফিসার মো: আলগীর হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা তাতীলীগের সভাপতি মোস্তফা আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আরটিএন নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা বায়েজিদ অপি সহ প্রমুখ।

    অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৫০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।

    এসময় বিভিন্ন অংগ সংঘটনের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য প্রথম সেশনে ৫০টি ঘরের মধ্যে আজ ৫টি ঘর হস্তান্তর করা হয় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে।

    আরও খবর

    Sponsered content