• আন্তর্জাতিক

    ইরানের ভয়াবহ হামলায় ৮০ মার্কিন সেনা নিহত, আহত দুইশতাধিক

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ৮:৫৮:২০ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক: ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে আজ বুধবার ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
    ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এরবিল ও আল-আসাদে ভয়াবহ এ হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার এক খবরে এ দাবি জানানো হয়।
    খবরে জানানো হয়, ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছেন। ওই ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
    খবরে আরও বলা হয়, হামলাকালে কোনো ক্ষেপণাস্ত্রই বাধার সম্মুখীন হয়নি।
    পেন্টাগন জানিয়েছে, আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
    এদিকে বুধবারের এ হামলার পর ইরাক, ইরান, পারস্য উপসাগর ও ওমানের উপসাগরীয় এলাকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসেবে এ হামলা করা হয়েছে।
    আইআরজিসি জানিয়েছে, পশ্চিম ইরাকের মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদ এবং উত্তরের ইরবিল ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।
    আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সোলেইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ (বুধবার) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’র ওপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content