প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ১২:২৬:৫৬ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে দেশ ব্যাপি বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২৯ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশনরোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, সাইফুল ইসলাম, মোশিউর রহমান সরকার বাবু, বিল্লাল হোসেন মোল্লা, গিয়াসউদ্দিন সরকার, আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন, কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করতে চায়। তারা বিদেশি প্রভুদের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাইছে। আন্দোলনের নামে নৈরাজ্যের পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে যুবলীগ এর সমুচিত জবাব দিতে প্রস্তুত।