প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১১:১৮:২৪ অনলাইন সংস্করণ
সুমন রহমান: আজ (২৫ জুলাই ২০২৩) দিরাই কলেজ রোডস্থ জনস্বার্থে২৪ এর নিজস্ব কার্যালয়ে দিরাই সর্বদলীয় নাগরিক ঐক্য সংগ্রাম পরিষদ কর্তৃক ‘পরিচিতি সভা’র আয়োজন করা হয়। এতে সংগঠনের সকলের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠে কার্য্যালয়টি। উক্ত সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. রিপা সিনহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অনুকূল চন্দ্র দে, জগদল ডিগ্রী কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই সরকারী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার, সহ সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, প্রদীপ দে, সংগঠক মিজানুর রহমান মিজান, সফল যুব উদ্যোক্তা নেজাবুল ইসলাম, সাংবাদিক আমির হোসেন, আলমগীর হোসেন, সুমন রহমান, এহিয়া আহমদ লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন এবিএম নোমান, মিলিক মিয়া, নাসির মিয়া, কামরান আহমদ, প্রমুখ।
বক্তরা বলেন, আমাদের প্রানের শহর দিরাইকে এগিয়ে নিতে একে অপরের সঙ্গে কাধে কাধ মিলিয়েে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই সর্বদলীয় নাগরিক ঐক্য পরিষদের আহবান।