প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৬:৪২:৩৯ অনলাইন সংস্করণ
মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটির ৫৭ ওয়ার্ডে বাদপড়া শিশুসহ সকল নাগরিককে ১০ ও ১১ জুলাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা প্রদান করা হবে। রোববার ৯ জুলাই সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবন সভাকক্ষে এ সংক্রান্ত এক প্রস্তুতিমুলক সভায় ওই তথ্য জানানো হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ, ডা. তাপস কুমার হালদারসহ সিটি করপোরেশনের আঞ্চলিক ও গাজীপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন করতে সিটি কর্পোরেশন যাবতীয় প্রস্তুতি নিয়েছে বলে জানান গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। কোভিড-১৯ ভ্যাকসিন/টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ওই দুইদিন গাজীপুর সিটি এলাকার ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দুইটি করে কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হবে। ১৮ বছর থেকে তদুর্ধ বয়সী নাগরিকদের প্রথম ও দ্বিতীয় ডোজে দেয়া হবে সিনোফার্মা এবং তৃতীয় ও চতুর্থ ডোজে দেয়া হবে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন। প্রথম ডোজ নেয়ার ২৮দিন পরে দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পরে তৃতীয় ডোজ এবং এর চার মাস পরে দেয়া হবে ৪র্থ ডোজ। আর ৫-১১বছর বয়সী শিশুদেরকে শুধুমাত্র ২য় ডোজ (পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক) টিকা প্রদান করা হবে। এসব কেন্দ্রে যার যেই ডোজ প্রয়োজন তা প্রদান করা হবে, বাকি ডোজ দেয়া হবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।