প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৮:৩৬:১৮ অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন—২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে (১৬৩৩৬) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ২৭তম ব্যাচের কর্মকর্তা ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বর্তমানে উপসচিব পদমর্যাদায় বিদ্যুৎ বিভাগের সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেছ।