• সারাদেশ

    গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে মামলা

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ১:২৮:২৭ অনলাইন সংস্করণ

    মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

    মঙ্গলবার (৪ জুলাই) গাজীপুর সিনিয়র সহকারী জজ ১ নম্বর আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা করেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। তিনি সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনিত প্রার্থী ছিলেন।
    মামলায় নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও গত ২৫ মে অনুষ্ঠিত জায়েদার নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।
    মামলার বিবরণে জায়েদা খাতুনের হলফনামায় নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে।
    মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। মামলার বাদী আতিকুল ইসলাম জানান আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content