• আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দুই সেনাঘাঁটি বিধ্বস্ত

      স্টাফ রিপোর্টারঃ ৮ জানুয়ারি ২০২০ , ৬:৫৩:৫৪ অনলাইন সংস্করণ

    ইরাকের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

    হামলার পর এক বিবৃতিতে তারা জানায়, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ওপর মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী ও অপরাধমূলক’ হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে।

    এদিকে আইআরজিসি আরও জানায়, অভিযানটির নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলাইমানি’। তাদের দাবি এ অভিযানের মাধ্যমে যে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানিয়েছে তারা।

    0Shares

    আরও খবর

    Sponsered content