প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৩:৩৮:০৬ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ: বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ মে) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সোমবার (২৯মে) ভোরে সম্পন্ন হয়।
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকায় হিম সাগর আম এর অগ্রিম অর্ডার চলছে।
অনুষ্ঠানের শুরুতেই জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রীপা ফেরদৌসী। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো.এহসান শাহ,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন। আলোচনা সভা শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের পরিচালনায় শিশু একাডেমির চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং ডাক বিভাগ কর্তৃক বিশেষ স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের পরিচালনায় রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রয়াত বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) ও স্থানীয় গীতিকার দিলাওয়ার রহমান মুজিব রচিত দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাসস প্রতিনিধি আল-হেলাল ও মাকসুদুর রহমান দীপুসহ স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জনের পরিচালনায় বঙ্গবন্ধুর উপর জাতীয় গীতিকারদের গান পরিবেশন করেন পৌর কাউন্সিলর আহসান জামিল আনাছ,শিল্পী সোহেল রানা,সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষসহ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। সভার শুরুতে জেলা তথ্য অফিসের পরিচালনায় ও উপ-পরিচালক মো.আব্দুস ছাত্তারের উপস্থাপনায় বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত নিয়ে “বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু”শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।