• রাজনীতি

    শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব রাষ্ট্র নায়ক -এমপি শাওন

      প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৪:০০:৫৭ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:- ভোলা তজুমদ্দিন উপজেলাধীন চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৫তলা একাডেমিক ভবন ও এমপি শাওন পাঠাগার উদ্বোধণ, স্থির চিত্র পরিদর্শন, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৯মে) দুপুরে ১২টায় চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ৫তলা একাডেমি ভবন ও এমপি শাওন পাঠাগার উদ্ভোধন শেষ ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
    এম সময় এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর জাতির পিতার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষা বান্ধব রাষ্ট্র নায়ক।
    এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু,আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী কমিটির সভাপতি, সম্পাদক, স্কুলের শিক্ষক, ছাত্র সহ প্রমূখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content