• সারাদেশ

    ঘূর্ণিঝড় ‘মোখার আশ্রয়ন কেন্দ্রে আসা মানুষের পাশে অগ্রণী ভূমিকা পালন করেন উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার আঃ শুক্কুর মৃধা

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৩:০৭:৩৪ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ: বাংলাদেশে ধেয়ে আসছে আগাম ঘূর্ণিঝড় ‘মোখা’ এমন খবরে আতঙ্কিত হয়ে পড়ে ঝালকাঠির রাজাপুরের নদীর তীরের মানুষগুলো তখন ই তাদের কে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় উপজেলা প্রশাসন। এ সময় দেখা যায় সমস্যা আশ্রয়ন কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করে ঝালকাঠির রাজাপুর উপজেলার নদীতীরের মানুষগুল। ভিটেবাড়ি ও গবাদিপশু ছেড়ে যাবেন না বলে। পরে রাজাপুর উপজেলা প্রশাসন ও আনসার সদস্য দের অক্লান্ত পরিশ্রমে শনিবার রাতে ৬৫০ জনের অধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এ সময় আনসার সদস্যদের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ এলাকার বাকী মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বাধ্য করা হয়।

    সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকায় হিম সাগর আম এর অগ্রিম অর্ডার চলছে।

    বেশ কিছু গবাদিপশু নিরাপদে উঁচু স্থানে স্থানান্তর করা হয়। এছাড়া আনসার সদস্যরা বিভিন্ন সাইক্লোন সেন্টার ঘুরে ঘুরে আগাম বন্যায় কবলিত লোকদের বিভিন্নভাবে সাহায্য করে। ইউনিয়ন চেয়ারমান ইউপি সদস্য সহ স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন জনাব মোঃ আলমগীর হোসেন সরদার জেলা কমান্ড্যান্ট ঝালকাঠি এর নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসঃ সেলিনা বেগম রাজাপুর এর নেতৃত্বে একটি চৌকস আনসার টিম উপজেলার বিভিন্ন সাইক্লোন সেন্টারে সহায়তা নিয়ে কাজ শুরু করেন। এসময় এই টিমে ছিলেন আঃ শুক্কুর মৃর্ধা, উপজেলা সহকারী আনসার কম্পানি কমান্ডার, মোঃ সোবহান খান ইউনিয়ন আনসার কমান্ডার ,মোঃ মোজাম্বেল হক মাঝি, সহকারি ইউনিয়ন আনসার কমান্ডার, ভি ডি পি সদস্য মেহেদী হাসান, ভি ডি পি সদস্য আনোয়ার গাজী, উপজেলা সহকারী মহিলা আনসার কমান্ডার মোসঃ মিনারা বেগম, ভি ডি পি সদস্যা মাহাফুজা বেগম,মহিলা ভিডিপি সদস্য পিয়ারা বেগম। রাজাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান বলেন, উপজেলার ১৬টি স্থায়ী সাইক্লোন শেল্টার খুলে দেয়া হয়েছে। একই সঙ্গে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম নামানো হয়েছে, তার ভিতরে আনসার সদস্যদের সেবা ছিল অন্যান্য সংগঠনের চেয়ে শীর্ষে।

    আরও খবর

    Sponsered content