প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২০ , ২:৪৮:০৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, আমরা যে কোটি কোটি টাকা বরাদ্ধ নিয়ে আসি, সেটা মানুষের ক্যালাণের জন্য নিয়ে আসি।
তিনি বলেন, এই বরাদ্ধের টাকাটা আমাদের কোন ব্যাক্তিগত টাকা না, আমি এমপির কোন সম্পত্তি থেকে এই টাকাটা আসে নাই, এখানে যে এলজিইডি ইঞ্জিনিয়াররা আছেন তাদের কোন ব্যাক্তিগত সম্পত্তির টাকা এইটা না এটা দেশের টাকা আর দেশের টাকা মানে জনগণের টাকা। তাই জণগণের টাকা জণগণের ক্যালাণের জন্য ব্যায় করা হচ্ছে। কাজেই জনগণ ওই এই সম্পদের মালিক তাই আপনারাই এই উন্নয়ন কাজের পাহারা দিবেন।
তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রত্যেক জায়গায় বলেছি আমার নির্বাচনী এলাকায় যেসব উন্নয়ন হচ্ছে এলাকার মানুষেরা তার পাহারাদার হবেন। শুধু তাই নয় আমি নির্বাচিত হওয়ার পর বলেছিলাম আমার নির্বাচনী এলাকাকে আমি শতভাগ বিদ্যুৎতায়িত করব। আর কয়েক দিনের ভিতরে আমার নির্বাচনী এলকা শতভাগ বিদ্যুৎতায়িত হয়ে যাবে।
তিনি বলেন, রঙ্গারচরের মানুষ কখনও বিদ্যুৎতের স্বপ্ন ওই দেখিনি সেখানে ২৪টা গ্রাম আমি একসাথে বিদ্যুৎতায়িত করেছি। এবং ২০২০ সাল মুজিববর্ষে আমার নির্বাচনী এলাকা শতভাগ বিদ্যুৎতায়িত হয়ে যাবে। এবং আপনাদেরকে আমি আবার বলছি সরকারি রশিদের মাধ্যমে ফিস জমা ছাড়া বিদ্যুৎ এর জন্য কাউকে আপনারা টাকা দিবেন না, কেউ যদি আপনাদের কাছে টাকা সে যেই হোক না কেন আপনারা পুলিশের কাছে বলবেন আমাকে জানাবেন।
তিনি বলেন, সুরমার উত্তর পাড় র্দীঘদিন অবহেলিত ছিল, এই অবহেলিত এলাকাকে অগ্রাধিকার দিয়েছি বলে এই এলাকার জন্য আমরা কাটি কোটি টাকার সড়ক এবং ভবন নির্মাণ টাকা ব্যায় করছি। এবং আগামীতেও এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত তাকবে। এবং এই উন্নয়ন কর্মকান্ডে যাতে কেউ দুর্নীতির আশ্রয় না নিতে পারে। প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান চলাচ্ছেন সেই শুদ্ধি অভিযানে আমাদের সমস্ত মানুষ প্রধানমন্ত্রীকে সর্মথন দিতে হবে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাড়ানো দরকার, কারণ জনঘনের সম্পদ মানুষের হক আতসাৎ করে কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হবে আর তার আতসাৎ এর কারণে এলাকার মানুষ কষ্ট করবে এটি হতে পারেনা। যাতে জনঘনের সম্পদ জণগনের ক্যালাণে ব্যায় করা যায় তার জন্য মূলত এই শুদ্ধি অভিযান।
মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গঁলকাটা বাজারে সদর এলজিইডি বাস্তবায়নে ১কোটি ১২লক্ষ টাকা ব্যায়ে মঙ্গঁলকাটা জিসি লাখাইপুর ইউপিসি ভায়া হাসাউড়া রাস্তা মেরামত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঙ্গলকাটা গ্রামবাসীর আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।
মঙ্গলকাটা জামে মসজিদের সাবেক ঈমাম মঈন উদ্দিনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি হানিফ মিয়া, মোতালেব মেম্বার, মুক্তিযোদ্ধা ওহিদ উদ্দিন, মমিন মেম্বার, রেহান উদ্দিন, বুরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, মিজান মিয়া, হাসিম মিয়া, জেলা পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদার, জাপা নেতা সাজিদুর রহমান, তমিজ উদ্দিন, ইঞ্জিনিয়ার হেলাল, ঠিকাদার মামুন, মো.আলমগীর, লিঠন মিয়া, আব্দুল হালিম, রুহুল আমিন, সিরাজ মিয়া প্রমুখ।
এর আগে সদর এলজিইডি বাস্তবায়নে ৩৪ লক্ষ টাকা ব্যায়ে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং বাজার উন্নয়ন ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, মেম্বার আসাদ মিয়া, জাহানারা বেগম, গ্রামের মুরুব্বি সাহারাজ মিয়া, আব্দুল খালেক, নুরুল হক, ইব্রাহিম মিয়া, খুশিদ মিয়া প্রমুখ।