প্রতিনিধি ১ মে ২০২৩ , ৯:২৫:৪২ অনলাইন সংস্করণ
সুমন রহমান, দিরাই থেকে: দিরাই উপজেলার পৌরসভার মজলিসপুরে অবস্থিত সুনামধন্য আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি থেকে ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরনী অনুষ্ঠিত হয়েছে গত ২৯ শে এপ্রিল শনিবার।
ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাটিবাংলা মিডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মো: শাহ জাহান সিরাজ এর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন দিরাই থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, সুরমা কলেজের প্রভাষক মো: মোস্তাহার মিয়া মোস্তাক ও মাহমুদুল।
এছাড়া শিক্ষক শিক্ষার্থী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিন্টু চৌধুরী বলেন তোমরা জীবনের গুরুত্বপূর্ণ বাকে দাড়িয়ে আছো। সাহস ও মনোবল অটুট রেখে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তরপত্র লিখবে। আমি আশাবাদী তোমরা সফলতার সাথে কৃতকার্য হয়ে অত্র প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি ও মা-বাবা সহ এলাকার মুখ উজ্জ্বল করবে।
ডিএসএস একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ জাহান সিরাজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন – একাডেমিতে আপনাদের মূল্যবান সময় প্রদানে আমরা অনুপ্রাণিত।
আমরা ডিএসএস সহ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র/ছাত্রীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।