প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ১২:৩৭:০৭ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ মুসলিম সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই পৌরসভাসহ মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে মেয়র বিশ্বজিৎ রায়। বলেন- মুসলিম সম্প্রদায় রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর সমাগত। আ ঈদুল ফিতর ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা, যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর ঈদ উদযাপন করতে পারেন।
ঈদুল ফিতরে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। সবাইকে ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ
বিশ্বজিৎ রায়
মেয়র
দিরাই পৌরসভা, সুনামগঞ্জ।