• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে একটি প্রাইভেটকার চুরি হয়েছে

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ১:৩২:২০ অনলাইন সংস্করণ

    জগন্নাথপুরে একটি প্রাইভেটকার চুরি হয়েছে

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো- খ-১১- ০১৩৬) রাতের আধাঁরে চুরি হয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোয়াসপুর গ্রাম নিবাসী মোঃ ওয়ারিদ আলীর ছেলে যানবাহন চালক মোঃ ফয়জুল হক প্রতিদিনের ন্যায় তাঁর প্রাইভেটকার ( ঢাকা- মেট্রো- খ-১১- ০১৩৬) গতকাল ২ রা এপ্রিল রোজ রবিবার দিবাগত রাত প্রায় ১০ দশ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলাধীন জগন্নাথপুর – পাগলা সড়ক এর কলকলিয়া পয়েন্টস্থ একটি দোকানের সামনে রেখে যান। আজ ৩ রা এপ্রিল রোজ সোমবার সকালে এসে এই কারটি যথাস্থানে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে এখনো কারটি পাননি।

    এই প্রাইভেট কারটি রাতের আধাঁরে চুরেরা চুরি করে নিয়েছে এমন ধারণা করা হচ্ছে। গাড়ীর মালিক ফয়জুল হক হন্য হয়ে গাড়ীর খুজে চষে চলছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া এই প্রাইভেট কারটির সন্ধান পাওয়া যায়নি। কলকলিয়া পয়েন্ট সিএনজি অটোরিক্সা ও লেগুনাস্ট্যান্ড উপকমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ গুলজার মিয়া সহ কলকলিয়া এলাকার একাধিক যানবাহন চালক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content