• গ্রেফতার/আটক

    ধর্মপাশায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় সহ ৪ জন গ্রেপ্তার

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ১২:৫২:৪৪ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি: ধর্মপাশায় ৮২ বস্তুা ভর্তি অবৈধ ভারতীয় শাড়ী কাপড় উদ্ধার সহ জাহিদ (২৩), নাজমুল (২২), সাব্বির (১৬) ও রায়হান (১৭) নামক ৪ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সোহেল মাহমুদ এর নেতৃত্বে এএসআই মোঃ মহিউদ্দিন আহমেদ সহ একদল পুলিশ আজ ১৩ ই মার্চ রোজ সোমবার ভোর ৪ টা ৪৫ মিনিটের সময় ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামস্থ শামীম আহমদ বিলকিস এর বসত বাড়ীর সামনে পৌছেন এবং পিক-আপ দাড়করানো অবস্থায় দেখতে পায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি পিক-আপ ভ্যান থেকে পালানোর চেষ্টাকালে গ্রামবাসীর সহায়তায় এই পুলিশ দল টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড় চাওনা গ্রাম নিবাসী সাছুল হক এর ছেলে জাহিদ (২৩), হামীদপুর গ্রাম নিবাসী মান্নান মিয়ার ছেলে নাজমুল (২২), বড় চওনা ( গাইনমোড়) গ্রাম নিবাসী সুরজত আলীর ছেলে সাব্বির (১৬) ও বড় চওনা গ্রাম নিবাসী আজহার আলীর ছেলে রায়হান (১৭) কে গ্রেপ্তার করে।

    এবং গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ২টি পিক-আপ ভ্যান এবং পিক-আপ ভ্যানে রক্ষিত ৮২ বস্তায় ১৬৯১টি ভারতীয় শাড়ি কাপড় ( যার আনুমানিক বাজার মূল্য ৩০,৪৩,৮০০/- টাকা) উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করেন। এ বিষয়ে ধর্মপাশা থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ-১৩/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- The Special Power’s Act, 1974 Section 25-B (1) (b)। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় তৈরী শাড়ী কাপড় পিক-আপ যোগে গাজীপুরের মাওনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়।

    গ্রেপ্তারকৃত আসামীগণসহ মামলার অন্যান্য আসামী মোঃ মুরাদ চৌধুরী (৪৪), পিতা-আব্দুল রশিদ চৌধুরী, সাং-কানুহারী, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা এবং শাহ আলম (২৫), পিতা-মৃত কুতুব উদ্দিন, সাং-ধর্মপাশা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জদ্বয় ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ভারতীয় শাড়িসহ অন্যান্য মালামাল এনে আসামী শাহ আলম তার নিজ বাড়িতে সংরক্ষণ করে এবং পরবর্তীতে পিক-আপ ভ্যান যোগে ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রেরণ করে থাকে বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে। এবিষয়ের সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আজ ১৩ ই মার্চ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

    আরও খবর

    Sponsered content