• সংগঠন সংবাদ

    সাংবাদিক দীপনের বিরুদ্ধে মামলা: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্বেগ প্রকাশ

      প্রতিনিধি ৩ মার্চ ২০২৩ , ৬:২৮:২৯ অনলাইন সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তিঃ নিউজ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

    শুক্রবার পরিষদের প্যাডে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আজির উদ্দিন সেলিম ও মহাসচিব এস এম ওয়াহিদুল ইসলাম এ উদ্বেগ প্রকাশ করেন।

    যেকোন ওয়েবসাইট তিরী করতে যোগাযোগ করুন।

     

    যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে সরকারি ভূমি নীতিমালা ও পরিবেশ নীতিমালা লঙ্গন করে অনৈতিকভাবে টিলা শ্রেণি পরিবর্তন করে ভিটা ও বাড়ি শ্রেণিতে রূপান্তর করে প্রতিষ্ঠান ও ব্যক্তি নামে স্থাপনা নির্মানের বিরুদ্ধে তথ্যবহুল নিউজ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকের নামে মোটা অংকের চাঁদা দাবী ও হুমকি প্রদানের হাস্যকর দাবী করে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হতে পারে বলে মনে করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

     

    সাংবাদিক দেবব্রত রায় দীপনকে কোনরকম হয়রানী নাকরে বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করার দাবি জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content