• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ১১:২২:৫১ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,(শান্তিগঞ্জ) সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসনাত হোসেন।

    (সোমবার) ৩০ জানুয়ারি বিদ্যালয়ের প্রাঙ্গনে দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু খালের চৌধুরী রুবেল এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সীতু, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো; নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমেদ, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, কৃষি ব্যাংক মিনা বাজার শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হীরা, উপজেলা আওয়ামীলীগ নেতা ননী গোপাল দাশ, শাহীন আহমেদ, লন্ডন প্রবাসী আমির হাসান, লন্ডন প্রবাসী মোস্তাক আহমেদ, এস এম ট্রেডার্স এর প্রোফাইটর হাজী মোঃ মস্তকিন চৌধুরী, যুবলীগ নেতা এওর মিয়া সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content