• সুনামগঞ্জ

    নাবির ফাউন্ডেশন এর উদ্যোগে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৩:০৪:০৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নাবির ফাউন্ডেশন এর উদ্যাগে ও অর্থায়নে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ৪ শতাধিক হত-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

    আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” নাবির ফাউন্ডেশন ” এর উদ্যোগে অর্থায়নে আজ ১৩ ই জানুয়ারী রোজ শুক্রবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবস্থিত নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন এলাকায় দুই শতাধিক হত-দরিদ্র ছিন্নমুল মানুষের মধ্যে ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শীতার্ত হত-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক “নাবির ফাউন্ডেশন ” এর চেয়ারম্যান মোঃ ফরিদ নাবির।

    এসময় উপস্থিত ছিলেন, নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর পরিচালক মোঃ দিলোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক মোঃ মনসুর আলী, তরুণ সমাজ সেবক নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাংবাদিক ফোরাম সুনামগঞ্জের সভাপতি কুলেন্দ শেখর দাস, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, সাংবাদিক মোঃ ইয়াকুব শাহরিয়ার ,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ এর মেম্বার রঞ্জিত সুত্র ধর ও তরুণ সমাজ সেবক আক্তার হোসেন প্রমূখ সহ সুবিধাভোগী জনসাধারণ। নাবির ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ ফরিদ নাবির উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করার চেষ্টা করছি। জানিনা মানবতার সেবায় কতটুকু কাজ করতে পারছি। এই ফাউন্ডেশন এর মাধ্যমে যাতে অদুর ভবিষতে মানব কল্যাণে কিছুটা হলেও কাজ করতে পারি সেজন্য সর্বসাধারণের দোয়া ভালবাসা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

    আরও খবর

    Sponsered content