• সুনামগঞ্জ

    বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা সম্পন্ন

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৮:২২:৫২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বাংলাদেশ হিন্দু পরিষদ জেলা কমিটির পরিচিতি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কালিবাড়ী নাটমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী (পন্ডিত স্যার)।

    গীতাপাঠ করেন শ্রী পিংকু তালুকদার। পরিষদের সভাপতি বিকাশ রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদ নেতা সঞ্জয় আচার্য্য, পরিষদ নেতা তূর্য দাস রাজ,শ্যামাপ্রসাদ আচার্য্য, সুখলাল দাস,বিধান বণিক,অজিত চন্দ্র চন্দ,প্রণয় চক্রবর্তী,অমর চক্রবর্তী,রুপংকর দাস রিন্টু,বিপ্লব রায়, কেশব সরকার ও সনৎ আচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    প্রধান অতিথি শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী তাঁর বক্তব্যে সুনামগঞ্জ সংস্কৃত কলেজের শিক্ষকের মাসিক বেতন বৃদ্ধির জন্য সরকারের নিকট দাবী জানান। সভাপতির বক্তব্যে বিকাশ রঞ্জন সরকার বলেন,বাংলাদেশ হিন্দু পরিষদ মহান মুক্তিযুদ্ধের,বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একটি অসাম্প্রদায়িক,অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সনাতনীদের পাশাপাশি সকল নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। দল মত,শ্রেণী জাতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

    আরও খবর

    Sponsered content