• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ইয়ূথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ উদ্যোগে’ সামাজিক সম্প্রীতির সংলাপ’ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ৬:১৭:০৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ইয়ূথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রীতির সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

    অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে সুনামগঞ্জের সমন্বয়কারী মো. মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর রজত কান্তি সোম মানস, দি হাঙ্গার প্রজেক্ট কর্মসূচি সমন্বয়কারী ঢাকার আবুবকর সিদ্দিক রুবেল, বিশ্বম্ভরপ্রু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহরম আলী, জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য মো. আবদুছ ছাত্তার, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির উদ্দিন, সুজন’র সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও জেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের যুগ্ম সাধারন সম্পাদক মো.ওবায়দুল হক মিলন ও সাংবাদিক একে কুদরত পাশা প্রমুখ।

    সংলাপ অনুষ্ঠানের আগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠানে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন প্রভাষক সাহিনা চৌধুরী রুবি।
    বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, প্রভাষক মো. ওসমান গণী, প্রভাষক মানিক উল্লাহ। অনুষ্ঠানে পক্ষ দলে বিতর্কে অংশ নেয় সুনামগঞ্জের এনসিটিএফ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিপক্ষ দল হিসাবে অংশ নেন সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ। পর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, যে উদ্দেশ্যে নিয়ে জাতির ‍পিতা বঙ্গবন্ধুর ডাকে তৎকালীন সাড়ে সাতকোটি বাঙ্গালী অস্ত্র হাতে তুলে নিয়ে দেশটি স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বার বার রাজনৈতিক ফায়সা হাসিলের কারণে সাম্প্রদাযিকতা সৃস্টি হয়েছে। কিন্ত স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী বাঙ্গলীর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে। যেখানে হিন্দু,মুসলিম,বৌদ্ধ আর খ্রিষ্টান ধর্মের মানুষজন মিলেমিশে একে অপরের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করবেন। কিন্ত আমরা কি দেখলাম স্বাধীনতার ৫১ বছরে এসে ও একটি গোষ্ঠি তাদের ফায়দা হাসিলের জন্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো হয়েছে যা অত্রন্ত দুঃখজনক। তিনি বলেন আজ বাংলাদেশে যারা সংখ্যা গুরু পাশের দেশে তারা সংখ্যালঘু। কাজেই স্বাধীনতর স্বপ্ন একটি স্বনির্ভর আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময়ে রাষ্ট্রিয় ক্ষমতায় থেকে দেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করেছেন। তিনি আরো বলেন তরুণদের সঠিকভাবে যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের দেশ সংকটে পড়তে পারে। তিনি বলেন, যে বিজয়ী বেশে আমরা বাংলাদেশকে পেয়েছি, সেই কাংখিত লক্ষ্য ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ ধরে রাখতে হলে তরুণদের সঠিক পথ দেখিয়ে ধরে রাখতে হবে। সংলাপ অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

    আরও খবর

    Sponsered content