প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ১২:২৮:২৭ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার দিনের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ। দুপুর ২টায় দিরাই উপজেলা প্রশাসনের সদর গেট থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, ডিএসএস একাডেমী দিরাই চেয়ারম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ, দিরাই সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক (আইসিটি) মিজানুর রহমান পারভেজ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোস্তাহার আহমদ মোস্তাক, কবি মোবারক হোসাইন, যুবলীগ নেতা শিহাব উদ্দিন।
সাচ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, দিরাই উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সহকারী সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি মোঃ খেলু মিয়া ও রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রাশেদা বেগম, বিশিষ্ট নাগরিক মোঃ সফু মিয়া, আবদুল হাফিজ, জগদল ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ লিপি বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, যাদের আত্মত্যাগ এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা ভোগ করতেছি, বিজয় দিবস পালন করছি। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের নৈতিক দায়িত্ব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার দেশ ও সমাজের কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।