প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৯:৪০:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। কর্মসুচির মধ্যে রয়েছে সকাল ৯’৩০ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্ত্বোলন, ১০’০০ ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সামন থেকে স্মৃতিসৌধে পুস্পাঞ্জলী অর্পণ এবং বেলা ১১.০০ ঘটিকার সময় দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে দিরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া সহ-সভাপতি জালাল মিয়া, (ভাঃপ্রাঃ) সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন তালুকদার, তাজুল ইসলাম, উউপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল হক টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সহ-সভাপতি রুবেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের দলের সদস্য সচিব তানবীর চৌধুরী, যুগ্ম-আহবায়ক নুর আহমদ তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আহমেদ চৌধুরী, কলেজ ছাত্রদল নেতা দিদার রহমান প্রমুখ।