প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৫:৩৩:০৮ অনলাইন সংস্করণ
এস এম উমেদ আলীঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন প্রবাসী মুজিবুর রহমান ও নুরুন্নেহার বেগম এর অর্থায়নে ও শাহরিয়া আহমদ শামীম এর সার্বিক সহযোগিতায় হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
মহান বিজয় দিবস উদযাপন ও বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলঞ্জ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভ.সভাপতি মোঃ একরার হোসেন!
অধ্যক্ষ মোঃ সাজিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—-
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু যেমনি নিজের জীবনের থেকে বেশি ভালবাসতেন বাংলার মানুষকে ঠিক তোমাদেরও একই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিজেদেরনিয়োজিত করতে হবে। এ দেশ পরিচালনায় দায়িত্ব একদিন তোমাদেরই নিতে হবে। তাই সুশিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হতে হবে। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদদের অবদানের কথা ও তুলে ধরা হয়!
বক্তব্য প্রদান করেনঃ প্রবাসীদের প্রতিনিধি ও শিক্ষানুরাগী দাতা সদস্য শাহারিয়ার আহমদ শামীম!
উপস্থিত ছিলেনঃ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মহিম উদ্দীন, ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ শামীম মিয়া, সহ. শিক্ষক হারুন অর রশীদ, সহ.শিক্ষক জাকারিয়া হোসেন,সহ. শিক্ষক রিনা রায়,সহ. শিক্ষক আলমগীর হুসাইন, সহ. শিক্ষক মোস্তফা কামাল, আমজদ হোসেন, শামসুজ্জামান প্রমুখ!
এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল
প্রবাসী মুজিবুর রহমান ও নুরুন্নেহার বেগম এর অর্থায়নে কলেজ শাখার দ্বাদশ শ্রেণিতে বিনামূল্যে বই বিতরণ। শিক্ষাক্ষেত্রে প্রবাসী মুজিবুর রহমান ও নুরুন্নেহার বেগমের অবদান স্মরণীয় হয়ে রবে বিদ্যালয়ে!
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন!